মোঃ আব্দুল লতিফঃ বিশেষ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী নিলুফার আনজুম পপির ব্যক্তিগত অর্থায়নে ময়মনসিংহের গৌরীপুরে তৃণমূলের দরিদ্র অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে গৌরীপুর ইউনিয়নে ছায়ানীড় আবাসন প্রকল্পের মাঠে করোনা সংকট মোকাবেলায় ২৫০ জনের মাঝে নিলুফার আনজুম পপির পক্ষে এ নগদ অর্থ বিতরণ করেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন ২ নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, বাবুল ভূইয়া, জালাল মিয়া, মোস্তফা, আব্দুস সাত্তার, যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন, আব্দুর রউফ দুদু, নবীনলীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামসহ শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা।
আবুল কালাম আজাদ জানান, নিুলফার আনজুম পপির নিজ শালীহর গ্রামসহ আশে পাশের বেশ কয়েকটি গ্রামে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংকটকালীন সময়ে এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।