নেপাল ধর: ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম (সেবা) নির্দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় এবং রাস্তার মোড়ে ,অলিতে গলিতে সাদা পোশাকে চলছে ডিবি পুলিশের মহড়া। এরই অংশ হিসেবে আজ শনিবার রাত আটায় (ডিবি) পুলিশের দুটি টিম দুই ভাগে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়ে চলছে। ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ, বলেন অযথা রাতের বেলা উঠতি বয়সের ছেলেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দেওয়া, পাঁচছয় মিলে গল্প করা এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্যই এই মহড়া। প্রয়োজন ছাড়া কোন লোকজন বাড়ির বাহিরে ঘোরাফেরা করবেন না। আপনার সন্তানকে বাহিরে আড্ডা দেওয়া থেকে বিরত রাখুন। জেলা পুলিশ আপনাদের সহযোগীতা চায়। আইন শৃঙ্খলা বাহিনী বারবার মাইকিং করে আপনাদের সতর্ক করে যাচ্ছে। অতএব বাড়িতে থাকুন সরকারী ঘোষণা দেওয়া লকডাউন মেনে চলুন। নিজে সচেতন হোন অন্যকে সচেতন হওয়ার জন্য সহযোগিতা করুন ঘরে থাকুন সুস্থ থাকুন লকডাউন চলাকালীন যে কোন মুহূর্তে জরুরী প্রয়োজনে জেলা গোয়েন্দা শাখার ডিউটি অফিসারের মোবাইল নম্বর 01754682312 এ যোগাযোগ করতে অনুরোধ করার জন্য অনুরোধ জানান।
