নেপাল ধর: করোনার এই মহামারীতে খাদ্যের অভাবে ভুগছে কর্মহীন, দিনমজুর ও সাধারণ মানুষ। সাধারণ মানুষের কথা মাথায় রেখে ডিলার শহিদুল ইসলাম এই উদ্যাগটি হাতে নেয়। উক্ত উদ্যোগের ফলে খুব সহজে অল্প খরচে খাদ্রসামগ্রী পাচ্ছে ৭ নং চরনিলক্ষীয়া ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের কর্মহীন, দিনমজুর খেটে খাওয়া মানুষ। ডিলার শহিদুল ইসলাম জানান এই কার্যক্রমটি সপ্তাহে ৩ দিন সোম, মঙ্গল এবং বুধবার, সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চালু থাকবে। এই ব্যাপারে ইউনিয়ন বাসীর কাছে জানতে চাইলে তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই পাশাপাশি আমরা খুবই আনন্দিত।তারা আরও বলেন যে এমন স্বল্প মূল্যে তারা খাদ্যসামগ্রী পাবেন তাও আবার হাতের কাছ থেকে এটা সত্যিই কল্পনীয়।
সরকারের এই উদ্যোগ অব্যহত থাকলে বাংলার প্রতিটি পরিবার পাবে খাদ্যসামগ্রী এরই সাথে বাস্তবায়িত হবে দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন।
