ময়মনসিংহ ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন (মাসুদ):সম্মানিত ধোবাউড়া উপজেলাবাসী আসসালামু আলাইকুম, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯(করোনা) সংক্রমন চলাকালীন সময়ে পবিত্র ঈদ-উল-ফিতরের ঈদের নামাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ধোবাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে, ১০টি নিন্মোক্ত পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে।
“”১। সরকারী সিদ্ধান্তের আলোকে ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা করতে হবে।
“”২। ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নিজস্ব জায়নামাজ নিয়ে নামাজ আদায় করতে হবে।
“”৩। কোভিড-১৯(করোনা) সংক্রমন রোধ নিশ্চিতকল্পে মসজিদের প্রবেশদ্বারে সাবান/হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করতে হবে।
“”৪। সকল নামাজ আদায়ের সময় কাতারে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতঃ স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাড়াতে হবে।
“”৫।মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
“”৬। সকল নামাজের জামাতে আগত মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাক্স ও হ্যান্ড গ্লাবস ইত্যাদি) পরিধান নিশ্চিত করতে হবে।
“”৭।প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
“”৮। শিশু বয়োবৃদ্ধ যে কোন অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থর সেবায় নিয়োজিত ব্যক্তিদের জামাতে অংশগ্রহণ হতে বিরত থাকতে হবে।
“”৯। কোভিড-১৯(করোনা) সংক্রমন রোধ নিশ্চিতকল্পে মসজিদে ঈদের নামাজের জামাত শেষে কোলাকুলি, পরস্পর করমর্দন থেকে বিরত থাকতে হবে।
“”১০।করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের নিকট দেশবাসীর জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করার অনুরোধ করা হইল।
উপরোক্ত নিয়ম গুলো মেনে চলার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।
অনুরোধক্রমে
আলী আহাম্মেদ মোল্লা
অফিসার ইনচার্জ
ধোবাউড়া থানা, ময়মনসিংহ।-
মোবাইল-০১৭১৩-৩৭৩৪৩৯।