নেপাল ধর: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম (সেবা)’র পত্নী পুনাকের সভানেত্রী কানিজ আহমার এর নিজ উদ্যোগে আজ রবিবার ডিবি’র একটি মোবাইল টিম নগরীর বিভিন্ন পয়েন্টে ভাসমান পথ শিশুদের মাঝে (ডিবি) ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) নেতৃত্বে ডিবি’র ওসি তদন্ত ফারুক আহমেদ, এসআই দেবাশীষ সাহা সহ অন্যান্য ফোর্সদের নিয়ে ঈদ উপহার হিসেবে নতুন জামা কাপড় বিতরন করেলে আনন্দে মেতে উঠে পথ শিশুরা।
