নেপাল ধর: সময়ের স্রোতে এখনো নিয়ন্ত্রণের বাহিরে বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনা ভাইরাস। এর ফলে আমাদের দেশের খেটে খাওয়া দিনমজুর, অসহায় মানুষের কষ্টের সীমা নেই। সরকারের পাশাপাশি অনেক সামাজিক সংগঠন রাজনৈতিক ও মহৎ ব্যক্তিরা এগিয়ে আসছে। তবুও এত বড় সমস্যার যেন কুল নেই। মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর গ্রামের মৃত্যু: ইমান আলী মন্ডল ও মাতা হামিদা বেগম এর ছেলে, ময়মনসিংহ সদর শম্ভুগঞ্জ মেইনরোড, মায়ের দোয়া ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী আতিকুর রহমান মন্ডল ওরফে (মহসিন) তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বিক্রি করে দিয়ে অসহায়, হতদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও এতিম শিশুদের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। দেশের এই ক্রান্তিলগ্নে নিজের এবং পরিবারের ভবিষ্যতের কথা বাদ দিয়ে প্রতিদিন নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে অসহায় কর্মহীন মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য নিজে মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন। মহসিন বলেন এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণে এমন অনেক পরিবারই আছেন যারা অন্যের কাছে হাত বাড়াতে লজ্জা বোধ করেন এবং অতি কষ্টে জীবন যাপন করছেন। অর্থের জন্য চিকিৎসা নিতে পারছেন না। সেই সমস্ত অসহায়, এতিম, কর্মহীন মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে আমার যা কিছু আছে তা দিয়ে এই করোনাভাইরাস মহামারীতে খাদ্য সামগ্রী ও অর্থের অভাব কিছুটা হলেও
রক্ষা পাবে। পাশাপাশি আজ সোমবার পবিত্র ঈদ উপলক্ষে নিজ এলাকা উচাখিলা ইউনিয়ন সহ আশপাশের এলাকায় চার শতাধিক হতদরিদ্র দিনমজুর ও এতিম শিশুদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
