মোঃ আব্দুল লতিফঃ বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ২৮ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কলতাপাড়া গৌরীপুর সড়কের তাঁতকুড়া নামক স্থানে ট্রাক চাপায় রিপন নামে এক যুবক নিহত হয়।তার বাবার নাম সেলিম মিয়া। বাড়ী বোকাইনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঘটনার সময় বাইসাইকেল আরোহী যুবক (১৭) তাতকুড়া ও বেস্ট ফুট এর মাঝামাঝি সিফাত নার্সারীর সামনে বিপরীত গৌরীপুর দিক থেকে আসা একটি গো-খাদ্য ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় সে ঘটনাস্থলেই নিহত হয়।
পরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের থেতলে যাওয়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গৌরীপুর থানার অফিসা-ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন
জানান নিহতের পক্ষ থেকে এখনো মামলা করেনি। মরদেহ থানা হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে।
