নেপাল ধর: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা ময়মনসিংহে যোগদান করেই বিভাগীয় এই নগরীকে মাদক, জুয়া, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপরাধ মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যখন কাজ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে মহামারী করোনার ভাইরাসের মুখোমুখি হন তিনি। বিশ্বব্যাপী এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সবাই একজোট হয়ে যখন লড়ছে। যুদ্ধটা এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে, তখন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, মানবিক দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন কর্মহীন, হতদরিদ্র, এতিম দিনমজুর ও গৃহহারা, মানুষকে বাঁচাতে নিজ উদ্যোগে মাঠে নামলেন তিনি। আর এ কাজে তাকে সহযোগিতা করতে সর্ব প্রথম এগিয়ে এলেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা বুঝিয়ে ঘরে রাখা, রাতের আঁধারে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের কাছে নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশকে রাতারাতি মানবিক পুলিশে রূপান্তরিত করলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার। তারিধারাবাহিকতায় (২৮ মে) বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম (সেবা)’পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) নেতৃত্বে
ঝড়-বৃষ্টি প্রতিকূলতা উপেক্ষা করে ডিবি’র একটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে ফুটপাতে থাকা অসহায় গৃহহারা প্রতিবন্ধী পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। খাবার বিতরণকালে সহযোগিতা করেন ওসি তদন্ত ফারুক আহমেদ ও সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন সহ (ডিবি) পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
