এন ইসলাম :নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন বাট্টা বাজারে আজ বিকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়,জানা যায় গত ২৭ মে বুধবার রাতে ৪১৬ কেজি হত দরিদ্রদের চাল আটক করে পুলিশ, এ বিষয়টি নিয়ে এ মানববন্ধন করে এলাকাবাসী, এ সময় এলাকা বাসীর পক্ষে আগিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান তালুকদার ও যুবলীগ নেতা হুসেন আলী বলেন এ ঘটনার মুল হুতা ডিলার মোঃ নজরুল ইসলামকে তদন্ত পূর্বক অপসারণ সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে, পুনরায় যাছাইবাছাই করে সুষ্ঠভাবে হত দরিদ্র কার্ড ধারিদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
