প্রতিদিনের তথ্য.কম ডেস্ক :বিচারপতি ওবায়দুল হাসান শাহীন কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করায় একজন কে গ্রেফতার করে পুলিশ, শুক্রবার দিনগত রাতে নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলায় নুরুল্লারচর গ্রামের ইলিয়াস আহমেদ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করে মোহনগঞ্জ থানার পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ খান জানান সম্প্রতি হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন সহ বিশিষ্টজনদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে ইলিয়াস আহমেদ নামে এই যুবক। অনেকের সাথে কথা বলে জানা যায়, যে রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বাজে মন্তব্য করা মানে রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান তারাই নেয় যারা উগ্র জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। অনেকে দাবি জানিয়েছেন, কে এই ইলিয়াস আহমেদ? তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বিতর্কিত পোস্ট দেয়। গত চার মার্চ একটি পোস্ট দিয়ে ছিল, আবার যুদ্ধ করবো ভারতের বিরুদ্ধে সবাই প্রস্তুত হন! এবং ২৯ এপ্রিল আরও একটি পোস্ট দিয়ে ছিল, ১৯৭১ সালে যারা যুদ্ধ করে ছিল তারা মুক্তিযোদ্ধা এখন যারা ভাইরাসের মোকাবিলা করেছেন তারা হলো চাল চোর যোদ্ধা বাহ দুই যুদ্ধে একই দল বিজয়ী।ডেইলি আমাদের বাণী.কমের নির্বাহী সম্পাদক সৈয়দ তোফায়েল উদ্দিন (সৈয়দ তপন) বলেন, ১৯৭১ সালে যারা এই দেশের জন্য জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে ছিল তাদেরকে চাল চোরদের সাথে তুলনা করা মুক্তি যোদ্ধাদের কে অপমান করা হয়েছে। তাই ডেইলি আমাদের বাণী. কম পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান ও তার সর্বোচ্চ শাস্তি এবং তার সাথে যারা জড়িত আছে তাদের কে খুঁজে বের করে দ্রুত গ্রেফতার করার আহবান করেন।
