স্টাফ রিপোর্টার: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধারা স্বপ্রনোদিত ও স্বতঃস্ফুর্ত ভাবে বর্তমান করোনা ভাইরাসের প্রকোপে পরিস্থিতে দেশের অসহায়,দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করেন আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উম্মে কুলছুমের হাতে, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন,এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর রহমান , সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম তালুকদার, সাবেক কমান্ডার আইয়ুব আলী, সাবেক সহকারী কমান্ডার আঃ কাদির, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম আরো অনেকেই।
