খলিল সাভার থেকে খলিলুর রহমান:
সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় জুয়েল (৩৫) নামের পোশাক কারখানার এক মার্চেন্টডাইজার নিহত হয়েছেন।
বুধবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) টুম্পা। ঐদিন সকালে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের ঘোষবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জুয়েল খুলনা জেলার দিঘুলিয়া থানার মাঝির ঘাট গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় মার্চেন্টডাইজার হিসাবে চাকরি করতেন।
পুলিশ জানায়, সকালে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কারখানায় যাচ্ছিলো জুয়েল। এসময় ঘোষবাগ এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যমতে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়