পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় পূর্বশত্রুতার জের ধরে বাকিবিল্লা (২৬) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বত্তরা। আজ বৃহস্পতিবার (৪জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের হাসপাতাল গেইটের দক্ষিনপাশে এ ঘটনা ঘটে।
আহত বাকিবিল্লা উপজেলা সদর ইউনিয়নের বারধার গ্রামের সাবেক ইউপি সদস্য কালাচাঁনের ছেলে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় বাকিবিল্লাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ খবর আহত বাকিবিল্লার গ্রামে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক বারধার গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হাসপাতাল গেইটে রাসেল ডায়েগনিস্ট সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় উত্তেজিত জনতা স্টেশন বাজারে কিন্তুকি মেডিকেল হল নামীয় একটি ফার্মেসীতে ও উপজেলা সদরের গণি মার্কেটে কৃষকলীগ নেতা মাজহারুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালায়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত রাসেলের সাথে মুটোফোনে কথা বললে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, উত্তেজিত জনতা অহেতুক তার ল্যাব ভাংচুর করে ও তার প্রায় ২৮লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ভাংচুরসহ লুটপাট করে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।