পূর্বধলাপ্রতিনিধি :নেত্রকোনার পূর্বধলায় বিদুৎস্পৃষ্টে বাবা ছেলের মৃত্যু হয়েছে বলে জানা যায়,ঘটনাটি ঘটেছে। আজ (১৭ জুন) বুধবার ভোররাত আনুমানিক ৪.০০ টায় উপজেলার জালশুকায় (শ্যামগঞ্জ বাজার সংলগ্ন) নিহতরা হলেন মোঃ সমর আলী (৫৫) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু (২৬)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সমর আলী ভোররাতে ফিসারীজে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর ছাড়তে গেলে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে ছেলে এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্হলেই মৃত্যুবরণ করে।
আরো জানা যায় জালশুকা কমুদগঞ্জ বাজার জামে মসজিদে আছর নামাজ পর দুজনের জানাজা সম্পর্ন হবে।