স্টাফ রিপোর্টার: নেত্রকোণার পূর্বধলায় গত শুক্রবার ১৯ জুন ঘাগড়া ইউনিয়নের বিলজোড়া গ্রামে এলাকা বাসীর অনুরোধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফ রহমান মাছুম আসেন,তিনি বিলজোড়া গ্রামে আসার আগে তিনি একটি ফেইজবুকে একটি পোস্ট দেন তা হুবহু, আজ শুক্রবার আসছি দুধী বাজার, পূর্বধলায়।
দেশের করোনা সংকটময় মুহূর্তে কোথাও দলীয় মিটিং জনসমাবেশ বা জমায়েত হওয়া কোনভাবেই কাম্য নয় অত্র এলাকাবাসীর বিশেষ অনুরোধ সামাজিক দূরত্ব বজায় রেখে শর্তানুসারে আসতে সম্মতি দিয়েছি।
নিরাপদ দূরত্ব বজায় রাখবেন,
সমাজিক সচেতনতা মেনে চলবেন প্রত্যাশা আমার, এর পর মাছুম বিলজোড়া যান, তিনি বলেন আমি দূরত্ব বজায় রেখে প্রোগ্রাম করছি হয়ত আমি কথা বলার সময় কেউ কেউ দূরত্ব কমিয়ে কাছাকাছি বসতে পারে , এর পর ও দূরত্ব বজায় রেখে বসার জন্য তিনি বলেছেন, মাছুম দুঃখ্য প্রকাশ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলেন, দেশেত আরো অনেক নিউজ করার মত বিষয় আছে এগুলো রেখে আমাকে নিয়ে লেখা লেখি করছেন, বিশেষ করে পূর্বধলায় সামাজিক দূরত্ব স্বাস্থ্য বিধি না মেনেই কর্মী সভা হেড লাইন হওয়া কষ্ট পেলাম। আমি গণমাধ্যম কর্মী ভাইদের প্রতি আমার আবেদন আমার দলের যাতে ভাব মূর্তি ক্ষুণ্য না হয় অপ্রচার থেকে বিরত থেকে আমার ভূল হলে সরাসরি ভূল ত্রুটি গুলো ধরে দিলে খুশি হব বলে সকলের সহযোগীতা চান।
