নেপালধর: ময়মনসিংহে কর্মরত, সেভেন সিমেন্ট রিংস্ কোম্পানির ফিল্ড অফিসার – শাফায়াত আহমেদ (৪৫) মঙ্গলবার বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ( ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। মেয়েটি সিনহা আহাম্মেদ তোড়া, ময়মনসিংহ সরকারি বিদ্যাময়ী গার্লস্ স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী।ছেলে সাইফ আহমেদ সজল, এই বছর এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ জিলা স্কুল থেকে জিপিএ ৫ ( গোল্ডেন এ+) পেয়েছে। ছেলে, মেয়ে ও শাফায়াত এর স্ত্রী মমেনা আক্তার লাকী সহ তাহার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।
শাফায়াত আহমেদ এর পিতা- আব্দুল মজিদ ( ৯৫) এখনো জীবিত। পিতার উপস্থিতিতে সন্তান চলে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। ঘটনাস্হলঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার, চকপাড়া এলাকায়, আদমপুর সরকারী হাসপাতালের সামনে একটি হাস-মুরগীর কভার্ডভ্যান পিছন থেকে শাফায়াত হোসেনের মটরসাইকেল কে ধাক্কা দিলে, ঘটনাস্হলে শাফায়াত নিহত হয়।কভার্ডভ্যানের চালক এখনো পলাতক রয়েছে। উল্লেখ্যঃ মরহুম শাফায়াত হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সুযোগ্য মেয়র জনাব ইকরামুল হক টিটু’র বাল্যবন্ধু ও সহপাঠী ছিলেন। ২৪ জুন-২০২০, বুধবার, সকাল ১০ ঘটিকার সময় মরহুমের নিজ গ্রামঃ- কেন্দুয়া উপজেলার ১৩ নং পাইকুড়া ইউনিয়নের – মজলিশপুর গ্রামের ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হইবে।
আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গ্রামের সকল জনতাকে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধি নিষেধ মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে, মরহুমের নামাজের জানাজায় অংশগ্রহণ করার জন্য, মরহুম শাফায়াত হোসেন এর পরিবারের পক্ষথেকে বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।
