মোঃ আব্দুল লতিফঃ বিশেষ প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গনে গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেযারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খান, উপ সহকারি কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, শরিফুল ইসলালামসহ অন্যান্য উপ সরকারি কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় এ উপজেলায় ১০০ টি গাছের চারা রোপন করা হবে।
