স্টাফ রিপোর্টার: নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের বিরুদ্ধে ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন,মানববন্ধন ও অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা কমান্ড।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয। উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষনা করে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা কৃষক লীগ, মহিলা লীগ, ওলামা লীগ, যুব লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও বঙ্গ বন্ধু ঐক্য পরিষদের নেতৃবৃন্ধ।
মানববন্ধন চলাকালীন প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন,আকাইদুল ইসলাম রোমান, শহিদুল ইসলাম আঙ্গুর, শহিদুল ইসলাম শহিদ, এরশাদ হোসেন খান, লুৎফুর রহমান, শেখ মাসুদ প্রমুখ।