স্টাফ রিপোর্টার: নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের চলিত ডহর গ্রাম থেকে ১ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ, জানা যায় মোশাররফ মীরের ছেলে রাকীব মীরের স্ত্রী লাকী আক্তার (২২) , রহস্যময় ভাবে মৃত্যু ঘটে, লাকীর বাবা সুমন মিয়া সাংবাদিকদের জানান আমাদের একই গ্রামের ছেলে রাকীব মিয়ার সাথে অনুমান ৯ মাস পূর্বে ছেলে মেয়ে দু জনের পছন্দেই তাদের বিয়ে হয়, কিন্তু আজ হটাৎ জানতে পারি সকালে আমার মেয়ে ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় রাতে ঘুমানোর আগে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটা হয়, আজ শনিবার সকালে রাকিবের মা( শাশুড়ী) ঘরে গিয়ে দেখতে পায় লাকীর লাশ ঘরের আরায় উড়না দিয়ে ফাঁসিতে ঝুলছে,পরে লোকজন এসে আরা থেকে লাশ নামিয়ে রাখে, এবং পূর্বধলা থানা পুলিশকে খবর দিলে লাকীর লাশ উদ্ধার করে ও প্রকৃত রহস্য উদঘাটনের জন্য স্বামী রাকিব মীরকে আটক করে, এদিকে অফিসার ইনচার্জ তৌহিদূর রহমান ঘটনার সত্যতা জানিয়ে বলেন লাশ মর্গে প্রেরন করা হয়েছে।
