প্রতিদিনের তথ্য.কম ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্যামগঞ্জ বাজারে শ্যামগঞ্জ বড় মসজিদ হাফিজয়া মাদরসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা জয়নাল আবেদীন, খতিব,শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ।মাওঃ মিজানুর রহমান ইবনে সালাম ভূগী, খতিব,দাড়াইল মনু মাতব্বর কেন্দ্রীয় জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর ও সম্পাদক,ডেইলি আমাদের বাণী. কম।মাওঃ মাহবুবুর রহমান,পেশ ইমাম, শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ। মুফতি নোমান সিরাজী,মসজিদ কমিটির সভাপতি, মোঃমনসুর আলী , হাফেজ মোঃ সাইদুল ইসলাম, হাফেজ মোঃ নজরুল ইসলাম, হাফেজ মোঃ মুরসালিন সহ অসংখ্য হাফেজ, আলেম উলামা। বক্তারা বক্তব্যে বলেন, আল কোরআন আল্লাহ পাকেন সবচেয়ে বড় নিয়মত।এই কোরআনের নূর সর্বত্র ছড়িয়ে দিত হবে।পরিশেষে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, অনুষ্ঠানের সভাপতি হাফেজ আবুল কাশেম কে তাহার বিদায়ী ছাত্ররা সম্মাননা স্বারক প্রদান করার পর দেশ ও জাতীর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাত করেন হাফেজ আবুল কাশেম সাহেব।
