মোঃ আব্দুল লতিফঃ বিশেষ প্রতিনিধি গৌরীপুর থেকে:
ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
কর্মসূচীর শুরুতে (১৫ই আগস্ট শনিবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উওোলন,স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাতের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় উপজেলা পাবলিক হলে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
,উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ আতাহার আলী দোয়া মাহফিল পরিচালনা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভুমি)আবিদুর রহমান, গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন খান,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু,সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার,ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য তানজীর আহমেদ রাজিব।আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ।
