স্টাফ রিপোর্টার: নেত্রকোনার মদনে মোজাফফর আলিম মাদ্রাসার দাখিল শাখার সহকারী শিক্ষক মোঃ মিল্লাদ হোসেন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে কারাগারে গিয়েছেন। রোববার ভোরে গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে আসেন তিনি। এসময় তাকে আটক করে পুলিশে দেয় ওই গার্লফ্রেন্ডের পরিবারের সদস্যরা। মিল্লাত হোসেন (২৯) মদন পৌরসদরের মাস্টার পাড়ার সলিম উদ্দিনের ছেলে। তিনি মদন মুজাফফর আলিম মাদ্রাসায় ২০২০ সালে দাখিল সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষক মিল্লাদ হোসেনের সাথে মদন পৌর সদরের এক তরুণীর দীর্ঘ চার বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী চট্টগ্রাম একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। ছুটি পেয়ে গত ১০ দিন আগে বাড়িতে আসে।
২৩ আগস্ট তিনি চট্টগ্রাম চলে যাবে বলে জানালে তার সাথে দেখা করতে আসেন মিল্লাদ। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে মিল্লাদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই তরুণীকে ছেড়ে দিয়ে মিল্লাদকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) জামাল উদ্দিন জানান, এ ব্যাপারে মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। তবে মিল্লাদকে রোববার ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।