প্রতিদিনের তথ্য.কম ডেস্ক : কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ১১টায় দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে,এ সময় তার বয়স হয়ে ছিল ৪২ বছর।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এ নিয়ে দেশে মোট ৭২ জন পুলিশ সদস্যের মৃত্যু হল।
কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম বলেন, আরিফ কিছুদিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ১৪ অগাস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ ‘পজিটিভ’ আসে।
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরদিন তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর আইসিইউতে তিনি মৃত্যু বরণ করেন।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি সরাসরি এসআই (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন আরিফুর রহমান।
২০১৯ সালের অগস্টে খুলনা রেঞ্জে যোগ দেওয়ার পর তাকে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় ওসির দায়িত্ব পালন করেন।
বাবা-মা, স্ত্রী ও এক বছর বয়সী একটি শিশু কন্যা রেখে গেছেনিআরিফ। খুলনা জেলার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে তার বাড়ি। সেখানেই তাকে দাফন করা হবে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র : বিডি নিউজ ২৪. কম।