নেত্রকোনা প্রতিনিধি ( মোঃ আবুল বাশার) : ২৬ আগস্ট বুধবার ২০২০ইং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং নেত্রকোণা জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমানে তত্ত্বাবধানে, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম এর নেতৃত্বে কলমাকান্দা উপজেলার সিধলী বাজার এলাকায় পরিচালিত অভিযানে শিশুখাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে পরিদর্শন করা হয়।
দোকানসমূহ পরিদর্শন করার সময় সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীগণকে বিভিন্ন শিশুখাদ্য যেমন চকলেট, আইসললি, চিপস, চানাচুর, আঁচারসহ অন্যান্য খাদ্য পণ্যের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য প্রশাসনিক ব্যবস্থায় ০৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩০০০/- (তেইশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে এসকল ভেজাল খাদ্য-সামগ্রী স্পটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এই অভিযান কার্যে সার্বিক সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আঃ হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, কলমাকান্দা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আঃ গনী এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।
সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন, নেত্রকোণা এবং উপজেলা প্রশাসন কলমাকান্দা। জনগণ এবং দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।