প্রতিদিনের তথ্য.কম ডেস্ক :
বিশ্ব মুসলিম উম্মাহ আশুরার দিনটিকে শোকাবহ দিন মনে করেন,কেননা এদিনে আখেরী নবী মুহাম্মদুর রাসূল্লাল্লাহ সাঃ এর দৌহিত্র হুসাইন ইবনে আলী রাঃ নির্মমভাবে শহীদ হয়েছিলেন। কিন্তু ইসলামের ইতিহাসে এই দিনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এই দিনে আসমান ও যমিন সৃষ্টি করা হয়েছিল। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ আদম-আঃ কে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে আল্লাহ বিভিন্ন নবীদেরকে স্ব স্ব শত্রুর হাত থেকে রক্ষা করেছেন। এই দিন নবী মুসা-আঃকে এর শত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারেন। নূহ-এর কিস্তি ঝড়ের কবল হতে রক্ষা পেয়েছিলো এবং তিনি জুডি পর্বতশৃংগে নোঙ্গর ফেলেছিলেন। এই দিনে দাউদ আঃ-এর তাওবা কবুল হয়েছিলো, নমরূদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহীম আঃ উদ্ধার পেয়েছিলেন; আইয়ুব আঃ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ও সুস্থতা লাভ করেছিলেন; এদিনে আল্লাহ তা’আলা ঈসা-আঃ কে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়েছেন। যদিও, ভিন্ন মতে ঘটনাগুলোর অনেকগুলোই এই দিনে ঘটেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আবার, এই তারিখেই কেয়ামত সংঘটিত হবে; হযরত মোহাম্মদুর রাসূল্লাল্লাহ ছাল্লাল্লাহু ওয়াচ্ছালামের আশেক (১০ শে মহরম আশুরার দিন শহীদানে কারবালা হযরত হুসাইন রাঃ কারবালার ময়দানে সদলবলে শহীদ হন এই জন্য এই দিনটিকে শোকাবহ মনে করা হয় ) প্রেমিকগন নফল রোযা, নামাজ, জেকের আজগর সহ বিশেষ মোনাজাত করে।
