স্টাফ রিপোর্টার: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের দেবকান্দা গ্রামে গতকাল ফজরের নামাজের ওযু করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায় মেয়েটির নাম সাদিয়া আক্তার (১৭)
সে জামধলা মহিলা মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্রী। দেবকান্দা গ্রামে মামার বাড়িতে থেকেই লেখাপড়া করত।
নিহত সাদিয়া একই ইউনিয়নের ছনধরা গ্রামের আ: মান্নান এর মেয়ে।
ধলামূলগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ জহিরুল ইসলাম (রিপন) ও পুলিশ সূত্রে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।