স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার বারহাট্রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জানা যায় জন্ম স্হান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন, তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় প্রায় সারে তিন বছর তদন্ত ওসি হিসাবে কর্মরত ছিলেন। এসময় তিনি প্রচুর লোকের শ্রদ্ধা ভালবাসা অর্জন করেন, তিনি বিগত ২৯ নভেম্বর ২০১৯ইং একই জেলার বারহাট্রা থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব প্রাপ্ত হন, কিন্তু এই দীর্ঘ সময় তিনি না থাকলেও যারা বিভিন্ন সময়ে, পূর্বধলা থানায় কাজে যেতেন আজও তাদের মুখে মুখে আলোচনায় আছে মিজানুর রহমান স্যারে নাম, যেমন দেখতে একজন দর্শন ধারি ছিলেন তেমন অনেক সুন্দর মনের অধিকারী ব্যক্তিও ছিলেন, করোনার জন্য যখন সারা দেশে লক ডাউন চলছিল, তখন পূর্বধলা থেকে অনেকেই হাওরে ধান কাটার জন্য যাওয়া কালিন রাস্তায় বিভিন্ন ভাবে যাতায়াতে সহযোগিতা করতে শুনা যায়, আজ তিনি যে স্থানে ওসি হিসাবে কর্মরত আছেন সেখানেও তিনি প্রসংশা অর্জন করছেন বলে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আমি পূর্বধলা থেকে স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি খুশিতে আটকানা, তিনি এলাকার ভাল মন্দ খোজ খবর নেন,ফিরে এসে ঐ ব্যক্তি প্রতিবেদকে বলেন, বাংলা প্রতিটি থানায় থানায় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন অফিসার বহাল রাখেন।
