স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো: সোহেল নবী ওরফে হৃদয় (২৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ছোছা্উড়া মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহত হৃদয় পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আহত হৃদয় দেওটুকোন বাজার থেকে মোটরসাইকেলে করে পূর্বধলায় আসছিল। মোটরসাইকেলটি ছোছা্উড়া মসজিদের পাশে পৌঁছালে পূর্বধলা থেকে আসা একটি দ্রুতগ্রামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন আহত হৃদয়কে উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করে পূর্বধলা থানা পুলিশ। আটককৃত চালক মো: আক্তার হোসেন(২২) ময়মনসিংহ সদরের সুনাম উদ্দিনের ছেলে। মাইক্রোবাসের রেজি নং- ঢাকা মেট্রো চ ১৩-৫৭০৮।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোসহ চালককে আটক করা হয়েছে।
