স্টাফ রিপোর্টার: আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার)নেত্রকোণার পূর্বধলায়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়। ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ শুভজন্মদিন সারা দেশে পালিত হয়েছে।সারাদেশের ন্যায় দিনটি পালন উপলক্ষে সোমবার বিকাল ৫ ঘটিকায় প্রেসক্লাব পূর্বধলা অফিস কার্যালয়ে ফাতেহা শরীফ পাঠ করে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষ করে প্রেসক্লাব পূর্বধলা অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।প্রেসক্লাব পূবর্ধলা সভাপতি এস এম ওয়াদুদ স্বাগত বক্তব্য রাখেন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুতাহার হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রভাষক মোঃ মুজিবর রহমান , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহেম্মদ খান,
প্রেসক্লাব পূর্বধলা সিনিয়র সহ-সভাপতি মোঃ শেখ সাদী মাছুম, প্রেসক্লাব পূবর্ধলা সাধারন সম্পাদক রুবেল খান, উপস্থাপনায় ছিলেন প্রেসক্লাব পূর্বধলা যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আল-আমিন শেখ, প্রেসক্লাব পূর্বধলার সম্মানিত সদস্য মোঃ শাহিন মিয়া, প্রেসক্লাব পূর্বধলা সম্মানিত সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, প্রেসক্লাব পূর্বধলার সকল সকল সদস্যবৃন্দ ,পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব হুমায়ূন আহমেদ তুহিন, পূর্বধলা সদর ইউনিয়নের মেম্বার মোঃ আব্দুল কাদের, উপজেলার যুবলীগের নেতা মোঃ পিয়েল মিয়া, ছাত্রলীগের নেতা আরিয়ান ইসলাম মানিক , ভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।