স্টাফ রিপোর্টার: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ভিতর গাঁও নতুন বাজার নামক স্হানে ট্রেনে কাটা পড়ে আব্দুল মতিন (৫০) নামের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে । আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে নিহত মতিন উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান, আজ দুপরে উপজেলা সদরের ভিতরগাঁও নামক স্থানে ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার আপ-৫০ ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আলা উদ্দিন জানান, নিহত মতিন পেশায় একজন দিনমজুর। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। উল্লেখ্য জানা যায় এর আগে ও এ স্থানে এ রকম দূর্ঘটনা ঘটেছে বলে মেঘাপাড়া গ্রামে মৃত তাজুউদ্দীনের ছেলে হেলাল মিয়া জানান, এখানে রেল গেইটের ব্যাবস্থা থাকলে এ রকম ঘটনা ঘটত না এবং কর্তৃপক্ষের দৃষ্টি করেন।