আরিফ রববানী,(ময়মনসিংহ) ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ২০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান- ২৮শে সেপ্টেম্বর বিকাল সোয়া ৫টায় নগরীর টাউন হল মোড় এলাকায় এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম গোয়েন্দা পুলিশ সদস্যদের নিয়ে কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আকুয়া লেচু বাগানের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আঃ রাব্বি (২৬) এবং কাপাসিয়া রাওনাইট (মোল্লাবাড়ীর) মৃত-লেহাজ উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম ওরফে সুমন (২৭) কে গ্রেফতার করে, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ময়মনসিংহ গোয়েন্দা ওসি জানায়- মাদকাসক্ত মুক্ত দেশ গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাদক বিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি অভিযানের সফলতা সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।