স্টাফ রিপোর্টার: নেত্রকোণার পূর্বধলা উপজেলা বিসকাকুনি ইউনিয়নের, ধলাযাত্রা বাড়ি গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবক খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
জানা যায় উক্ত যুবক গত সোমবার থেকে নিখোঁজ ছিল , পরিবারের লোকজন অনেক খোজাখুজি পর, আজ সকালে মৃত্য যুবকের চাচাতো ভাই নজরুল ইসলাম বাড়ির দক্ষিণ পাশে খালে মাছ ধরতে গেলে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন কে সংবাদ দিলে এলাকার লোকজন সহ কামরুল ইসলামের পরিবার লাশটিকে সনাক্ত করে,পরে পূর্বধলা থানা পুলিশকে সংবাদ দিলে এস আই আতিকুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে কামরুল ইসলামে লাশ থানা নিয়ে আসলে, পূর্বধলা থানা অফিসার ইনচার্জ তৌহিদুর রহমানের নির্দেশনায় ময়না তদন্তের জন্য নেত্রকোণায় মর্গে প্রেরণ করেন।
