পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় আজ শুক্রবার (০২ অক্টোবর) রাতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আবু তাহের (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। সে উপজেলা সদরে নয়াপড়া গ্রামের সিরাজ আলীর ছেলে।পুলিশ জানায়, আবু তাহের পেশায় একজন দিনমজুর ও সে কিছুটা মাদকাসক্ত ছিল।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সে সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, এ সময় তার স্ত্রী পারুল আক্তার বাড়ির উঠানে রান্না করছিলেন। রান্না শেষে তিনি ঘরে যাওয়ার আগেই নিহতের ভাতিজা আট বছরের শিশু লিমন তার চাচাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, মাদকাসক্তের কারণে সে প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত থাকত। ধারণা করা হচ্ছে মানসিক বিকারগ্রস্থতার কারণে সে আত্মহত্যা করতে পারে।
