নেপাল ধর: ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩ অটোরিক্সা চোর চক্রের সদস্য ও দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করা হয়েছে। দিবাগত রবিবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাই অটোরিক্সা সহ ২৫ টি ব্যাটারী এবং মাদক ব্যবসায়ী হেফাজত হইতে দেড়শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি’র ওসি মো: শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের নির্দেশে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় ডিবি’র এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর দিঘারকান্দা ও মুক্তাগাছার সত্রাশিয়া এলাকা থেকে ব্যাটারী চালিত অটো রিক্সা চোর চক্রের চিহ্নিত তিন সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই অটো ও ২৫টি ব্যাটারী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আকুয়া দণি পাড়ার মঞ্জু মিয়ার ছেলে মোঃ সুজন, মধ্যবারেরার দুলু হোসেনের ছেলে আওলাদ হোসেন ও মুক্তাগাছার সত্রাশিয়ার আবু বকর সিদ্দিকের ছেলে মোঃ জুয়েল। এছাড়া রবিবার রাতে (ডিবি) পুলিশের সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাঁশতলা থেকে দেড়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন। চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীরা হলো, শেরপুরের নকলা বাজারদি কবরস্থান এলাকার কামরুজ্জামান লিটনের স্ত্রী লিপি আক্তার ও ফুলপুরের নারায়ণ পট্টির আব্দুল লতিফের স্ত্রী চম্পা বেগম। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
