স্টাফ রিপোর্টার: নেত্রকোণার পূর্বধলায় মঙ্গলবার (৬ অক্টোবর) “সুস্থ সমাজের কীট ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠো বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ঘটে যাওয়া নোয়াখালীতে গৃহবধুকে পাশবিক নির্যাতনকারিদের ও সকল ধর্ষনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে কেন্দ্রীয় উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে, ইসলামী যুব আন্দোলনের পূর্বধলা শাখার সভাপতি মাওঃ আমিনুল হক লিমনের সভাপতিত্বে বক্তব্য দেন, মাওঃ মাজহারুল ইসলাম, সাদেকুল ইসলাম, আলমগীর হোসেন মিজবাহ, ওয়ালীউল্লাহ, মোজাম্মেল হোসেন, ফয়জুল্লাহ প্রমুখ।
বক্তরা নারী ও শিশু নির্যাতনকারিদের অবিলম্বে গ্রেফতার ও দেশব্যাপী সকল ধর্ষনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবী জানান।