নেপাল ধর: ময়মনসিংহ সদরের চরাঞ্চলে দইয়ের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে ফুফাতো বোন কলেজ ছাত্রীকে ধর্ষনের দায়ে বৃহস্পতিবার ভোরে র্যাপিড এক্যাশন ব্যাটালিয়ান (র্যাব)-১৪ এর একটি টিম ধর্ষক জাকারিয়াকে আটক করেছে। র্যাব-১৪ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জোনঈদ আফ্রাদ জানিয়েছেন, গত ১৯ অক্টোবর (সোমবার) রাতে ময়মনসিংহ সদর উপজেলার চর হাসাদিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাকারিয়া (২০) তার দাদী ও ফুফাতো দুই বোনকে দইয়ের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে অচেতন করে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই র্যাবের একটি টিম জাকারিয়াকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার ভোরে সদরের দাপুনিয়া আত্মীয়ের বাড়ি থেকে জাকিারিয়াকে আটক করেছে।
