শেখ সাদী মাছুমঃ ময়মনসিংহের লালকুঠি দরবার শরীফ থেকে আজ ৩০ শে অক্টোবর শুক্রবার সকাল ৭ টায়, জসনে জৌলুস আনন্দ মিছিল বাহির হয়। ১৪৫০বর্ষ পূর্বে এই দিনে জগৎগুরু বিশ্বনবী রাহ্ মাতাল্লিল আল আমিন ৫৭০ খ্রৃষ্টাব্দে ১২ ই রবিউল আউয়াল আগমন করেন,এ উপলক্ষ্যে দরবার শরীফের গদীনশীন আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফি খাজা মোঃ রেজাউল হক আলমুজাদ্দেদী (মাঃ জিঃ ) পীর সাহেব হুজুরের নেত্বীতে মিছিলটি বাহির হয়, উক্ত মিছিল থেকে ফ্রান্সে রাষ্ট্রিয় মদের তথাকার ঘৃণিত প্রত্রিকায় আল্লাহর মহান হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসূলল্লাহ (সঃ) চিরোন্নত মর্যাদার হানী কারক, ব্যঙ্গচিত্র; প্রদর্শন করায়, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, এ মিছিলের প্রতিধ্বনি ছিল কিয়াম ছাড়া মিলাদ শরীফ মানি না মানব না, দয়াল নবী দুষমনেরা হুসিয়ার সাবধান, উক্ত মিছিলে অংশ গ্রহণ করেন ,সুবর্ণ বাংলার সম্পাদক মোঃ আরিফ রেওগীর, প্রতিদিনের তথ্য .কমের প্রকাশক মোঃ শেখ সাদী মাছুম ও বিভিন্ন সিনিয়র সাংবাদিক সহ আরো অনেকেই ও হাজার হাজার আশেকান জাকেরান ভক্তবৃন্দ এসময় গদীনশীন পীর কেবলা বলেন আমরা দয়াল নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লালাহু ওয়াসাল্লামের শুভ জন্মদিন পালন উপলক্ষে আনন্দ মিছিল করে আনন্দ প্রকাশ করি এজন্য যে আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা ইউনুছে ফরমান ; কুল বি ফাজলিল্লাহি ওয়া বি রাহ্ মাহতিহি ফাবিজালিকা ফাল্ ইয়াফ রাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ হে আমার হাবিব, আপনি সকল উম্মতকে উদ্দেশ্য করে বলুন,তোমরা আল্লাহর ফজল ও তার রহমত প্রাপ্তিতে আনন্দ প্রকাশ কর,তিনি আরো বলেন তফছিরের কিতাবে হযরত ইবনে আব্বাস (রা) এই আয়াত শরীফের ব্যাখায় আল্লাহর রহমত,শব্দ দ্বারা হযরত রাসুলুল্লাহ (সাঃ) কে বুঝিয়েছেন বলে উল্লেখ করেছেন। তদানুযায়ী নবীজীর পবিত্র জন্মদিনে আনন্দ মিছিল অর্থাৎ জছনে জুলুছ; করার নির্দেশ কুরআন মাজিদেই আল্লাহ পাক ফরমামিয়েছেন বলে প্রমানিত হয়। হুজুর বলেন আমি কৃতজ্ঞ যে প্রশাসনে সহতায় মিছিল টি সুশৃঙ্খলভাবে, সকলেই স্বাস্থ্য বিধি মেনে মাক্স ব্যবহার করে শহর প্রদক্ষিণ করায়, এ মিছিল টি শম্ভূগঞ্জ ব্রিজ থেকে মহারাজা রোড হয়ে ময়মনসিংহ গাঙ্গীনা পার তাজমহলের পাশ দিয়ে পুনরায় লালকুঠি দরবার শরীফ পৌছে খাজা বাবা শাহ্ শম্ভূগঞ্জী (রহ) মাজার কমপ্লেক্সে মিলাদ,কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে এবং করোনা মহামারী থেকে মুক্তি লাভের আশা করে মুনাজাতের মাধ্যমে উক্ত আনন্দ মিছিলের অনুষ্ঠান টি সমাপ্ত করে।
