স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহ বিভাগে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে ৪ নভেম্বর বিকালে ময়মনসিংহ জেলা সমবায় অফিস কার্যালয়ে প্রস্তুতি মূলক এক সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ সমবায় বিভাগীয় যুগ্ম নিবন্ধক মশিউর রহমান এর সভাপতিত্বে সমবায় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সোনারতরী মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ শাহজাহান পারভেজ এর সঞ্চালনায় বিভিন্ন সমবায়ীদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় একাডেমি কোটবাড়ী কুমিল্লার সম্মানিত প্রিন্সিপাল ও যুগ্ম নিবন্ধক সকলের প্রিয় হরিদাস ঠাকুর , মুক্তাগাছা আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট এর অধ্যক্ষ ও উপ নিবন্ধক আব্দুল ওয়াহেদ, ময়মনসিংহ জেলা সমবায় অফিসার রবিন ইসলাম, বিভাগীয় সমবায় দপ্তর ময়মনসিংহ এর সহকারী নিবন্ধক জাকিয়া সুলতানা জেলা সমবায় কার্যালয় ময়মনসিংহ এর উপ সহকারী নিবন্ধক আলী উসমান , উপজেলা সমবায় কর্মকর্তা ময়মনসিংহ সদর এর মোঃ কামরুজ্জামান সহ ময়মনসিংহ বিভাগ এর সকল সমবায় কর্মকতা ও কর্মচারি বৃন্দ। অত্যান্ত উৎসব মুখোর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট সমবায়ী গনকে পুরস্কার প্রদানের সিদ্ধান্তও গ্রহন করা হয়। এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।
