আব্দুল মতিন( মাসুদ) ময়মনসিংহের ধোবাউড়া থেকে: ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়, মাদক বিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তি কে জেল ও জরিমানা করা হয়। মোবাইলে কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুরে গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা কালে ইয়াবা সেবন, সংরক্ষণ এর জন্য একজনকে ০১ ( এক) বছর বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কলসিন্দুর এলাকায় মাদক সেবন এর দায়ে ০১ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়, মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা হাসান।
