আব্দুল মতিন (মাসুদ)ধোবাউড়া থেকে: ময়মনসিংহ ধোবাউড়া উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। পতাকা উত্তলনের মধ্যে দিয়ে, দিবস টি পালন করাহয়। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন, ৭ই নভেম্বর রোজ শনিবার দুপুর ১২টার সময় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২১সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য দেশের সমবায়ীরা বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি গঠন করে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে আয়বর্ধক ও উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করেন। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের ( ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্বা মোজাম্মেল হোসাইন,বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতাক হোসেন উজ্জল,উপজেলা সমবায় অফিসার সৈয়দ মোহাম্মদ কামরুল হুদা,এ সময় বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন,এ সময় উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য বলেন সমবায় সমিতির সদস্যরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন। সমাজের বিভিন্ন পেশাজীবী ও বেকার জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন এবং জীবনযাত্রার মান উন্নয়ন যাত্রা তোলে ধরেন।
তিনি আরো বলেন,পৃথিবীর বহু দেশ নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য দৃষ্টান্ত রেখেছে। দেশের পল্লি অঞ্চলের দারিদ্র্যমোচন, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। দারিদ্র্যমোচন ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাপী একটি পরীক্ষিত ও স্বীকৃত মাধ্যম হচ্ছে সমবায়। সমবায় অধিদপ্তরের আওতায় নিবন্ধিত সমবায় সমিতিগুলো দেশের আর্থসামাজিক অগ্রগতি, দারিদ্র্যমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
