প্রতিদিনের তথ্য.কম ডেস্ক: ময়মনসিংহে ৪দিন ব্যাপী রেঞ্জ ময়মনসিংহ রেঞ্জ ভলিবল প্রতিযোগিতা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর শনিবার ময়মনসিংহ জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত ৪ দিন ব্যাপী
উক্ত খেলার প্রথম দিনের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় ময়মনসিংহ ও জামালপুর জেলা দল ভলিবল খেলায় অংশ গ্রহন করলে এতে ময়মনসিংহ জেলা দল ২-০ সেটে বিজয়ী হয়।
মন চাঙ্গা রেখে দীর্ঘ সময় পুলিশের ডিউটি করতে হলে পুলিশ বাহীনী কে শারীরিক কসরৎ, খেলাধুলার প্রতিও গুরুত্বারোপ করেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। ৪ দিন ব্যাপী আয়োজিত উক্ত ভলিবল টুর্নামেন্টে ৭ থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে বলে ময়ময়মনসিংহ জেলা পুলিশ জানান।