আরিফ রববানী,(ময়মনসিংহ)=
ময়মনসিংহ জেলা প্রশাসনের আওতায় জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ ও এর আওতাধীন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস হতে (জুলাই ২০১৯ হতে অক্টোবর ২০২০ পর্যন্ত সময়ে) পি,আর,এল ভোগরত /অবসর প্রাপ্ত ২৮জন কর্মচারীর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ই নভেম্বর সোমবার বেলা ১২.৩০মিনিটে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হায়। এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে বিদায়ী বক্তব্যের মাধ্যমে বিদায় নেন অবসর প্রাপ্ত জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এসময় এই প্রথম বিদায়ী কর্মকর্তাদের আনুষ্ঠানিক ভাবে বিদায়ের ব্যবস্থা করায় ময়মনসিংহের সুদক্ষ জেলা প্রশাসক মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের দোয়া প্রত্যাশা করেন বিদায়ী কর্মকর্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীগনের মধ্যে অনেকেই স্মৃতিচারণ/অনুভূতিব্যক্ত করেন এবং একই সাথে জেলা প্রশাসক মহোদয়ের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসাও প্রকাশ করেন।
উক্ত বিদায় অনুষ্ঠানে বিদায়ী ২৮জন কর্মচারী ছাড়াও জেলা প্রশাসনে কর্মরত সকল সিনিয়র সহকারিগণসহ জেলা প্রশাসনে কর্মরত সকল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপপরিচালক, স্থানীয় সরকার মহোদয় উপস্থিত ছিলেন।