স্টাফ রিপোর্টার :ময়মনসিংহ ধোবাউড়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের সংবাদ সন্মেলন,
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইনের অরাজনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল১৭/১১/মঙ্গলবার ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে দলীয় নেতা কর্মী,ধোবাউড়া উপজেলার বীর মুক্তযোদ্ধাদের সাথে নিয়ে সংবাদ সন্মেলনের আয়োজন করেন।
উক্ত সন্মেলনে তিনি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন কে রাজাকার” বলার মিথ্যা গুজব রটিয়ে রাজনৈতক ফায়দা লুটা ও বিশৃঙ্খলা তৈরীর অভিযোগ মিথ্যা বানোয়াট বলে আখ্যায়িত করেন,
এবং জেলা আওয়ামীলীগ কর্তৃক অগঠনতান্ত্রীক, ও সাংগঠনিক নিয়ম বহির্ভূত ভাবে বীর মুক্তি যোদ্ধা মোজাম্মেল হোসাইন কে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে একটি লিখিত অভিযোগ পত্র দায়ের করেন! সেটি পড়ে শুনান
সে সময় সাংবাদিকদের সামনে দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের কে সূর্য সন্তান বলে উল্লেখ্য করেন এবং তিনি চ্যালেঞ্জ করে বলেন আমার বিরুদ্ধে “মুক্তিযোদ্ধা কে” রাজাকার বলার আনিত অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি ও প্রমাণ করতে পারলে সাংগঠনিক ও সাংবিধানিক ভাবে যে কোন শাস্তি মাথা পেতে নিবেন।
প্রসংগতঃ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পরে সিনিঃসহ সভাপতির মৃত্যুজনিত কারনে গত কয়েকদিন আগেই বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন কে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়।
