নেপাল ধর: ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ” (০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি), র্যাব ফোর্সেস সদর দপ্তর এবং সকল র্যাব ফোর্সেস এর নির্ধারিত কর্মসূচির মধ্যে অদ্য ০৪ জানুয়ারি, ২০২১ খ্রিঃ সোমবার র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় “বৃক্ষ রোপন কর্মসূচি” পালন করা হয়। অত্র ব্যাটালিয়ন কর্তৃক নির্ধারিত ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হাজিরবাজার গাদুমিয়া চৌরাস্তা এলাকায় বন বিভাগের পতিত জমিতে (১০০ ফলজ ও ১০০ ঔষধি) মোট ২০০ বৃক্ষ রোপন করা হয়। এ সময় অত্র ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র্যাব সদস্যদের পাশাপাশি বনবিভাগের বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সর্বস্তরের জনসাধারনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন করা হয়। বৃক্ষ রোপনের পরে সকলের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহিদ পরিবারবর্গের জন্য রুহের মাগফেরাত কামনা এবং দেশের উন্নয়নের অগ্রগতি, দেশবাসীর কল্যাণসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষ করা হয়।
