ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া প্রেসক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারী, নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ধোবাউড়া প্রেসক্লাবের সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় সকলেই সাংবাদিক হত্যার প্রতিবাদের নিন্দা জানান ও হত্যার বিচার দাবী করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।
