স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার পূর্বধলায় আগামী ২৪শে মার্চ বুধবার আদর্শ শিশু কানন একাডেমি মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ওয়াজ,মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করে, এ বিষয়টি জানতে পেরে মিছবাহুল উলুম মহিলা মাদ্রাসা মুহতামিম আলহাজ মাওলানা মোঃ মোশাররফ হুসাইন খান ও তার নেতৃত্বী উক্ত মাহফিলের মাইকিং করা কালিন বন্ধ করা চেষ্টা করে এবং পূর্বধলা থানায় অভিযোগ করেন, পরে অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম উক্ত সভা বন্ধ রাখার নির্দেশ দেন, এ দিকে আহলে সুন্নাত জামাতের অনুসারীরা আবেগাপ্লুত হয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেয়, এই মুহূর্তে পরিবেশ শান্ত রাখার জন্য মোঃ মনিরুল ইসলাম, মাওলানা মোশাররফ হুসাইনকে অভিযুক্ত করে একটি লেখিত অভিযোগ দায়ের করেন, এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি শিবিরুল ইসলাম বলেন সরকারি অনুমতি বিহীন আজ থেকে ৩১ শে মার্চ পূর্বধলা থানাধীন সকল সভা সমাবেশ বন্ধ, আগামীকাল বুধবার লালমিয়ার বাজার একটি ইসলামি সভায় মোশাররফ হুসাইন খান উপস্থিত থাকা কথা রয়েছে উক্ত সভার অনুমতি আছে কিনা জানতে চাইলে ওসি বলেন এখন পর্যন্ত আমার কাছে অনুমতি পত্র আসে নি, এই বলে এক পুলিশ অফিসার কে বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেন।
