স্টাফ রিপোর্টার: গত মঙ্গলবার ২০ এপ্রিল ২১ ইং গোপন সংবাদে জানাতে পারেন নেত্রকোণা থানা পুলিশ, আন্তঃজেলা চোরচক্রের কতিপয় চোর ঢাকা কমলাপুর থেকে একটি ট্রাক চুরি করে নেত্রকোনা প্রবেশ করেছে এবং নেত্রকোনা মডেল থানা এলাকায় বিক্রয় করার সুযোগ খুঁজছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে নেত্রকোনা মডেল থানার পৌরসভাধীন পারলা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা হতে ট্রাকচোর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন রাজানগর গ্রামের আবুল কালামের ছেলে সাগর মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে ট্রাকটি উদ্ধার করা হয়। আরো জানা যায় চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ।
