স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার উদ্যোগে আজ রবিবার (১৩ জুন) দুপুর ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিচিত সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)এর নির্দেশনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নবগঠিত পূর্বধলা উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এহসান উদ্দিনের সঞ্চালনায় পরিচিত সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসীমা আক্তার বিরহী, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, মহিলা সম্পাদিকা এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, জেলা কৃষকলীগের সম্মানিত সদস্য ও আগিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান তালুকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আইনুল হক আকন,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মুন্সি এবং সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ খান হিমেল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শেখ আব্দুল রাশিদ, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য হাসিবুর রহমান হাসিবসহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও সজিব ওয়াজেদ জয় পরিষদ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ ছাড়া ও উপস্থিত ছিলেন গোহালাকান্দা ইউ পি সদস্য নজরুল ইসলাম আকন্দ।
