স্টাফ রিপোর্টার: গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তা সংস্কার কাজের দৃশ্যমান উন্নয়ন না হলে সাংবাদিক সম্মেলনে আজ ১৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্যপরিবহন ধর্মঘট ঘোষণা করেছিল ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ।এ ব্যাপারে আল্টিমেটাম দেয়া হয়েছিল।
জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি কে সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের সচিব মো নজরুল ইসলাম মহাসড়ক দ্রুত সংস্কার করা হবে বলে আস্বস্ত করে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করে টেলিফোন।
খানাখন্দে ভরা শাল্লা হতে টংগী পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবীতে পরিবহন ধর্মঘট স্থগিতের সিন্ধান্ত জানান আমিনুল হক শামীম সিআইপি এরেই পরিপ্রেক্ষিতে আজ ১৬ জানুয়ারী ২০২২ রবিবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, জিলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা বক্তব্য রাখেন।