শাহিন মিয়া, পলাশবাড়ী(গাইবান্ধা) থেকে:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৭’নং ইদিলপুর ইউনিয়নের রান ডেভেলপমেন্ট নিশ্চিন্তপুর আহম্মদ আলী স্মৃতি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ বাড়ি মিয়ার আয়োজনে বিনামূল্যে এ সেবা ক্যাম্পেইন
অনুষ্ঠিত হয়।
৩১’মে মঙ্গলবার বিনামূল্যে সেবা ক্যাম্পেইন অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আখতার হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযুদ্ধা কমান্ডার ও চেয়ারম্যান ৭’নং ইদিলপুর ইউনিয়ন পরিষদ,মোঃ আব্দুর রহমান সরকার,৭’নং ইদিলপুর ইউপির ৮’নং ওযার্ড সদস্য,মোঃ মুমিনুর রশিদ মন্ডলসহ বিদ্যালযের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং গাইবান্ধা ভ্রাম্যমান থেরাপি ভ্যানের মাধ্যমে বিনামূল্যে থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রায় শতাধিক অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে নিয়মিত চিকিৎসা সেবা ও ব্যাবস্থাপত্র প্রদান করেন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) পঙ্গু হাসপাতাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,সমাজকল্যাণ মন্ত্রণালয়, ঢাকা। এক্স কনসাট্যান্ট NHN বারডেম ঢাকা।